ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

‘শক্তিমান’ হবেন রণবীর সিং!

২০২৩ অক্টোবর ০১ ১৭:২৩:৪৬
‘শক্তিমান’ হবেন রণবীর সিং!

এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘শক্তিমান’ সিনেমাটি সোনি পিকচার্স এবং মুকেশ খান্নার ভীষ্ম ইন্টারন্যাশনালের সহ প্রযোজনায় তৈরি হবে। এদিকে এর আগে জানা গিয়েছিল, রণবীর সিংকে শক্তিমানে মুখ্য নায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে। রণবীর শক্তিমান চরিত্রটি নিয়ে গভীর আগ্রহ দেখিয়েছেন।

এছাড়া টোভিনো থমাস কিছুদিন আগেই ইনস্টাগ্রামে লাইভে এসেছিলেন। সেই লাইভের কমেন্ট বক্সে রণবীর সিং-কেও দেখা গেছে। কমেন্টে ঢুকে তিনি লেখেন, ‘মুম্বাই থেকে ভালবাসা।’

এই মন্তব্য দেখে টোভিনো রণবীরের প্রশংসা করেন। টোভিনো জানান যে তিনি কীভাবে পরিচালক বাসিল জোসেফের সঙ্গে কথা বলছিলেন। তিনি তাকে জানান, যে রণবীরের সঙ্গে সুন্দর সময় কাটানোর কথা।

বাসিল জোসেফ নাকি ‘শক্তিমান’ ছবির পরিচালক। আর তাতেই দুই দুই চার করে নিয়ে মনে করা হচ্ছে বাসিল জোসেফের পরিচালনায় শক্তিমান হচ্ছেন রণবীর সিং। এদিকে ফারহান আখতারের ডন-থ্রিতেও নতুন ডন হিসাবে দেখা যেতে চলেছে রণবীর সিংকে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর