ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

ফের মা-বাবা হতে যাচ্ছেন আনুশকা-বিরাট!

২০২৩ সেপ্টেম্বর ৩০ ১৬:০৭:২৭
ফের মা-বাবা হতে যাচ্ছেন আনুশকা-বিরাট!

গত কয়েক মাস ধরেই আনুশকা শর্মা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস্ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-আনুশকা শর্মাকে।

সেই সময়ে বিরাট নিজে ফটোগ্রাফারদের ছবি না ছাপার অনুরোধ করেন এবং পাশাপাশি এ-ও নাকি জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তার পর থেকেই খবর ধীরে ধীরে ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি চর্চা হচ্ছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, কোহলি দম্পতি আগেরবারের মতোই এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গতবারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি।

সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানেও শাড়িতে বা ঢিলে‌ঢালা পোশাকেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ক্যামেরার থেকে আড়াল রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সতর্কতা আনুশকার।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর