ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

মোদির মান রক্ষার্থে চন্দ্রযানের যে খবর লুকাচ্ছে ভারতীয় গণমাধ্যম

২০২৩ সেপ্টেম্বর ৩০ ১৪:২৭:১২
মোদির মান রক্ষার্থে চন্দ্রযানের যে খবর লুকাচ্ছে ভারতীয় গণমাধ্যম

কিন্তু এক সপ্তাহেরও বেশি সময় আগে চাঁদের রাত পেরিয়ে দিন শুরু হলেও এখনো সচল করা যায়নি যান দুটিকে। বিগত দিনগুলোতে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর বিজ্ঞানীদের নিরন্তর প্রচেষ্টা এখনো ব্যর্থ।

তবে সমজার বিষয় হলো—অবতরণের পর চাঁদের রাত শুরু হওয়ার আগ পর্যন্ত বিক্রম ও প্রজ্ঞানের প্রতিটি পদক্ষেপের খবর দিয়ে আসছিল ভারতীয় গণমাধ্যমগুলো। পৃথিবীর হিসাবে ১৫ দিনের ঘুম শেষে যান দুটিকে যে সচল করা যাচ্ছে না, ভারতীয় গণমাধ্যমগুলো সে বিষয়ে প্রায় নিশ্চুপ।

বিক্রম ও প্রজ্ঞানের অচলতা সম্পর্কে ভারতীয় মিডিয়ার নীরবতার কারণ জানিয়েছেন সুইডেনের উপসালা ইউনিভার্সিটির পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের একজন ভারতীয় অধ্যাপক অশোক শোয়েন। তার মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মান রক্ষার জন্য দেশের মূলধারার গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ না করার ষড়যন্ত্র করেছে।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এক পোস্টে অশোক বলেন, ‘এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভারতীয় বিজ্ঞানীদের প্রাণান্ত চেষ্টার পরও চাঁদে পাঠানো ল্যান্ডার সচল হতে ব্যর্থ হয়েছে। ব্যর্থতা সফলতারই অংশ। কিন্তু ভারতীয় গণমাধ্যমগুলো মোদির ইগো রক্ষা করতে গিয়ে এ বিষয়ে একেবারে চুপ মেরে গেছে।’

বিষয়টি নিয়ে ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদে অবতরণ করা ভারতীয় ল্যান্ডার ও রোভারের জেগে ওঠার আশা ফিকে হয়ে যাচ্ছে।

এর আগে গত ২৩ আগস্ট চাঁদের মাটিতে পা রাখে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। পরে টানা ১০ দিন ধরে এ দুটি যান চাঁদের মাটিতে খুঁটিনাটি নানা ধরনের কাজ শুরু করে। এই সময়ের মধ্যে চাঁদের বুকে প্রায় ১০০ মিটার পথ অতিক্রম করে তারা। তাদের কর্মকাণ্ড নিয়ে নিয়মিত খবর প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। ৪ সেপ্টেম্বর চাঁদের রাত শুরু হলে যান দুটিকে ঘুম পাড়িয়ে (স্লিপ মুড) রাখেন ইসরোর বিজ্ঞানীরা।

উল্লেখ্য যে, রাতের বেলায় চাঁদের তাপমাত্রা মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ২৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে।

যান দুটিকে স্লিপ মুডে পাঠিয়ে ইসরোর বিজ্ঞানীরা এক বিবৃতিতে জানিয়েছিল, তাঁদের চন্দ্রযান-৩ মিশনের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে। চাঁদের তীব্র শীতের রাত শেষে যান দুটি আবারও সচল হবে বলেও আশা করেছিলেন তাঁরা। এই আশাতেই এখনো যান দুটিকে সচল করার চেষ্টা চলছে। তিন-চার দিনের মধ্যেই আবারও রাত শুরু হয়ে যাবে চাঁদে। এর মধ্যে বিক্রম ও প্রজ্ঞানকে সচল করা না গেলে তাদের আশা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না ইসরো বিজ্ঞানীদের।

অন্যদিকে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান অবতরণ করেছে বলে ভারত যে দাবি করেছে, তা ভুল বলে জানিয়েছেন চীনের শীর্ষস্থানীয় মহাকাশ বিজ্ঞানী ওউইয়াং জিউয়ান। যুক্তি দিয়ে তিনি দেখিয়েছেন, চাঁদের দক্ষিণ মেরুতে নয়, দক্ষিণ গোলার্ধে অবতরণ করেছে বিক্রম ও প্রজ্ঞান।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর