ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

২০২৩ সেপ্টেম্বর ২৩ ১৫:২৪:০৬
বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড ওয়াশিংটনের সময় বাংলাদেশের জন্য এ অর্থের অনুমোদন দেয়। ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ (এলএআইএসই) প্রকল্পের আওতায় ২০২৪ সালে এ অর্থ ব্যয় করবে বাংলাদেশ।

নিম্ন মাধ্যমিক শিক্ষায় লিঙ্গ সমতা আনয়নে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ বিগত বছরগুলোতে দারুণ অগ্রগতি অর্জন করেছে জানিয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অফিসের প্রধান আবদোলায়ে সেক বলেন, তবে কোভিডের সময় স্কুলগুলো দীর্ঘায়িত বন্ধ থাকার ফলে খুবই নেতিবাচক প্রভাব পড়েছে। দরিদ্র পরিবারের মেয়েদের একটি বড় অংশ স্কুল ছেড়ে দেয়।বাংলাদেশের শিক্ষা খাতের ক্ষতি পূরণে বিশ্বব্যাংক সবসময় পাশে থাকবে।

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশকে অনুদান হিসেবে, সুদবিহীন ও স্বল্প শর্তে বিভিন্ন সময়ে প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে বিশ্বব্যাংক। অন্যতম উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানটির সঙ্গে এখনও বাংলাদেশের ৫৬টি প্রকল্প চালু রয়েছে, যার অর্থের পরিমাণ ১৬.০৭ বিলিয়ন ডলার।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর