ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ওমরাহ পালনে নারীদের জন্য নতুন পোশাকবিধি নির্ধারণ

২০২৩ সেপ্টেম্বর ১৮ ১১:৪৫:৩২
ওমরাহ পালনে নারীদের জন্য নতুন পোশাকবিধি নির্ধারণ

এক্স (সাবেক টুইটার) বার্তায় মন্ত্রণালয় জানিয়েছে, নারীদের পোশাক অবশ্যই ঢিলেঢালা হতে হবে। পোশাকে কোনো আলংকারিক উপাদান থাকা যাবে না। এমন পোশাক পরতে হবে, যা পুরো শরীর ঢেকে রাখে।

গত বছরে নারীদের ক্ষেত্রে হজ বা ওমরাহ করতে মাহরাম বা রক্তের সম্পর্কের আত্মীয় সঙ্গে থাকার বাধ্যবাধকতা তুলে নেয় দেশটি। সেই থেকে প্রচুর নারীকে মাহরাম ছাড়া হজ ও ওমরাহ পালন করতে দেখা গেছে। প্রায় দুই মাস আগে চলতি মৌসুমের ওমরাহ শুরু হয়। এখন ওমরাহ পালনকারীদের সংখ্যা বাড়ছে।

সৌদি কর্তৃপক্ষ মনে করছেন, এবারের মৌসুমে বিদেশ থেকে প্রায় ১ কোটি মুসলমান ওমরাহ পালন করবেন। এমন প্রেক্ষাপটে ওমরাহ পালনে নারীদের জন্য পোশাকবিধি ঘোষণা করলো দেশটি। সূত্র: গাল্ফ নিউজ

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর