ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

বিডিনিউজ সম্পাদকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০২২ নভেম্বর ২৪ ১৮:২১:৪৯
বিডিনিউজ সম্পাদকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা চলমান থাকায় এ নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ নিষেধাজ্ঞা দেন।

একই সঙ্গে দুদকের মামলায় নিম্ন আদালতের দেওয়া জামিনের বৈধতা প্রশ্নে রুল নিষ্পত্তির জন্য আগামী ১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত।

তৌফিক ইমরোজ খালিদির আইনজীবী মোহাম্মদ শাহারিয়ার বিপ্লব জানান, নিম্ন আদালতের দেওয়া জামিনের অপব্যবহার করেননি খালিদী।

নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে ২০২০ সালের ৮ ডিসেম্বর রুল দিয়েছিলেন আদালত। ২০২০ সালের ২০ অক্টোবর নিম্ন আদালত থেকে তিনি জামিন পান।

ওই বছরের ৩০ জুলাই দুদক বিভিন্ন ব্যাংকে ‘আইনি উৎস’ ছাড়া ৪২ কোটি টাকা জমা দেওয়ার অভিযোগে খালিদীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর