ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

প্রবাসীদের জাল সনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০২৩ সেপ্টেম্বর ০৪ ১৮:১০:২৭
প্রবাসীদের জাল সনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের কাছে অভিযোগ আসছে যারা বিদেশে যাচ্ছেন তাদের অনেকেই ভুয়া সনদ নিয়ে যাচ্ছেন। অনেকে ভুয়া ডাক্তার ইঞ্জিনিয়ার-এর মতো সার্টিফিকেট বহন করছে।

তিনি বলেন, কীভাবে তারা এই জাল সনদ পেলেন। যারা এই জাল সনদ দিয়ে যায় এবং যারা তাদের এই কাজে সাহায্য করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের সহযোগিতা করবে।

কতগুলো জাল সনদ নেওয়া হয়েছে- এমন প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, সংখ্যা নিয়ে আলোচনা হয়নি। এমনটাই পাওয়া যাচ্ছে বলে অভিযোগ।

তিনি আরও বলেন, জাল সার্টিফিকেট দিয়ে বিদেশে গিয়ে সে দেশেই ধরা পড়েছে। এরপর বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে তারা বেকায়দায় পড়ে যান। এখন বিষয়টি শক্ত হাতে সামলাতে বলা হয়েছে।

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর