ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি নভেম্বরে পেতে পারে বাংলাদেশ

২০২৩ আগস্ট ২৮ ২১:৪৯:৩৯
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি নভেম্বরে পেতে পারে বাংলাদেশ

সোমবার (২৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবি-কে বলেন, বাংলাদেশ কিছু খাতে সংস্কার করেছে এবং আইএমএফের প্রয়োজনীয় শর্তের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বশেষ তথ্য হালনাগাদ করেছে। তাই ঋণের পরবর্তী কিস্তি সময়মতো পাওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই।

ওই কর্মকর্তা জানান, আইএমএফের কর্মকর্তারা বেশ কয়েকবার ঢাকা সফর করেছেন। তিনি বলেন, তারা বিভিন্ন খাতে সন্তোষজনক অর্জন পেয়েছেন। ঋণের দ্বিতীয় কিস্তি যথাসময়ে ছেড়ে দেওয়া হবে।

আইএমএফের দ্বিতীয় কিস্তির অর্থ পাওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দল একাধিক বৈঠক করেছে। ঋণের দ্বিতীয় ধাপ যথাসময়ে ছেড়ে দেওয়া হবে বলে ওই বৈঠকে আশ্বস্ত করেছে আইএমএফ প্রতিনিধি দল।

গত ফেব্রুয়ারিতে আইএমএফের ঋণের প্রথম কিস্তি হিসেবে বাংলাদেশ পেয়েছে ৪৭০.৬২ মিলিয়ন ডলার। ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে সাত কিস্তিতে আইএমএফের পুরো ঋণ পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর