ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর ৩ নম্বর সতর্ক সংকেত

২০২৩ আগস্ট ০১ ১২:০৭:০৪
লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর ৩ নম্বর সতর্ক সংকেত

জানা গেছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই, পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেছেন, সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপ কিংবা গভীর নিম্নচাপে রূপ নেবে কি না, সেটা এখানো বলা যাচ্ছে না। তবে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে।

এদিকে, উপকূলের বেশিরভাগ এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর