ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

‘স্মার্ট বাংলাদেশ’গড়ার কাজে আত্মনিয়োগ করার অঙ্গীকার আসলাম সেরনিয়াবাতের

২০২৩ জুলাই ৩০ ১৮:৪০:৩৮
‘স্মার্ট বাংলাদেশ’গড়ার কাজে আত্মনিয়োগ করার অঙ্গীকার আসলাম সেরনিয়াবাতের

আগামীকাল ৩১ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচন অনুষ্ঠিত হবে।

‘ব্যবসায়ী ঐক্য পরিষদে’ বাংলাদেশ সিকিউরিটিজ সার্ভিসেস প্রতিনিধি হিসাবে প্রার্থী হয়েছেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান ‘আমায়া সিকিউরিটিজ’-এর ব্যবস্থাপনা পরিচালক আসলাম সেরনিয়াবাত।

তরুণ এই ব্যবসায়ী নেতা বলেন, ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের লক্ষ্য বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়া। দেশের অর্থনীতিকে আরও বেগবান করা এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিশ্বদরবারে বাংলাদেশি পণ্যের প্রসার ঘটানো।

দেশের গাড়ী আমদানীকারক ও বিক্রেতাদের শীর্ষ সংগঠন বারভিডা’র সিনিয়র সহ-সভাপতি আসলাম সেরনিয়াবাত বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ব্যবসায়ীরা অনেক বড় ভূমিকা পালন করে থাকেন। অর্থনীতির ভিত্তিকে মজবুত করতে দেশে কর্মসংস্থান সৃষ্টিতেও তাদের ভূমিকা অনেক বেশি।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহের সংগঠন বাংলাদেশ লিষ্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আসলাম সেরনিয়াবাত বলেন, দেশের অর্থনীতি ক্রমবর্ধমান। তবে অতিমারি করোনা এবং ভূরাজনৈতিক সমস্যা বিশ্ব অর্থনীতিতে সংকট নিয়ে এসেছে। সেটা না হলে এতদিনে কাঙ্ক্ষিত লক্ষ্যের অনেকটা পথে এগিয়ে যেত বাংলাদেশ। পুরো সংকটকালীন সরকার ব্যবসায়ীদের পাশে ছিল। বিশেষ প্রণোদনা প্যাকেজ, বিভিন্ন নীতি সহায়তা দিয়ে ব্যবসায়ীদের সহযোগিতা করা হয়েছে। দেশীয় শিল্পের জন্য এটা খুবই দরকার ছিল।

দেশের খ্যতনামা গাড়ী বিক্রেতা প্রতিষ্ঠান ‘কার সিলেকশন’-এর কর্ণধার সিআইপি আসলাম সেরনিয়াবাত বলেন, বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হলে দেশের কর্মসংস্থান তিন গুণ বাড়বে। একই সঙ্গে দেশে বেকারত্ব নিরসনও হবে। ইতোমধ্যে বাংলাদেশ স্মার্ট যুগে প্রবেশ করেছে। আমাদের দক্ষ ও স্মার্ট কর্মী প্রয়োজন হবে। এখানে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো চিহ্নিত করে আমরা সমাধান করতে চাই।

ঢাকা জেলার ১০ বছর যাবত শীর্ষ করদাতা ব্যবসায়ী এই নেতা বলেন, এফবিসিসিআই নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদে আমরা সবাই প্রত্যয় ও আগ্রহ নিয়ে কাজ করার জন্য এগিয়ে এসেছি। বাংলাদেশে সাড়ে চার কোটি ব্যবসায়ী আছেন। সবার জন্য আমরা কাজ করব। তিনি বলেন, ব্যবসা ও জনগণ একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ব্যবসা যখন ভালো থাকবে, জনগণ তখন ভালো থাকবে। এর ফলে সামগ্রিকভাবে দেশের অর্থনীতি বেগবান হবে।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর