ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এ নাটক : আমান

২০২৩ জুলাই ২৯ ১৮:২৪:১৭
নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এ নাটক : আমান

শনিবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি এ দাবি করেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘হাসপাতালে ওষুধ দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। এমন সময় কে বা কারা আমাকে দেখতে এসেছিলেন এবং ফলের ঝুড়ি দিয়ে গেছেন, তা আমি বুঝতে পারেননি। চলমান আন্দোলনে আমার ভূমিকার পিঠে ছুরি মারার জন্য ও নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এ নাটক সাজানো হয়েছে।’

বিএনপি এ নেতা বলেন, ‘সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই আন্দোলনে আছি। এতে মৃত্যু হলও পিছপা হব না। এ বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে আহ্বান জানাচ্ছি।’

শনিবার দুপুরে রাজধানীর গাবতলীতে দলীয় কর্মসূচি পালনের সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। সেখানে তাকে দেখতে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রতিনিধি দল। তারা আমানউল্লাহ আমানের জন্য একটি ফলের ঝুড়িও নিয়ে যায়।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর