ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

সিঙ্গাপুরে শীর্ষ পর্যায়ের দুর্নীতি তদন্তে মন্ত্রী গ্রেপ্তার

২০২৩ জুলাই ১৬ ১০:১২:০৮
সিঙ্গাপুরে শীর্ষ পর্যায়ের দুর্নীতি তদন্তে মন্ত্রী গ্রেপ্তার

দেশটির ক্ষেত্রে এই ধরনের গ্রেপ্তারের ঘটনা বিরল। তদন্তে একজন বিলিয়নেয়ার হোটেল টাইকুনের নাম উঠে আসায় তাকেও গ্রেপ্তার করা হয়। দেশটির দুর্নীতি দমন সংস্থা এই কথা জানিয়েছে।

প্রথমবারের মতো এমন গ্রেপ্তারের খবর নিশ্চিত করে করাপ্ট প্র্যাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরোর (সিপিআইবি) শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় এক বিবৃতিতে বলা হয়, পরিবহন মন্ত্রী এস. ইশ্বরানকে গত ১১ জুলাই গ্রেপ্তার করা হয় এবং পরে তিনি জামিনে মুক্তি পান।

ব্যুরো জানায়, তদন্তে নাম উঠে আসায় সিঙ্গাপুরের অন্যতম ধনী ব্যক্তি হোটেল ব্যবসায়ী ওং বেং সেং’কে একই দিন গ্রেপ্তার করা হয় এবং পরে তিনিও জামিনে মুক্তি পান।

ব্যুরো তদন্তের বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেনি। বিশ্বের বাণিজ্যিক কেন্দ্র সিঙ্গাপুর বিশ্বে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত। দেশটিতে দুর্নীতি রোধে মন্ত্রীদের বেসরকারি খাতে শীর্ষ উপার্জনকারীদের মতো বেতন দেওয়া হয়।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর