ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

সিআইপি হলেন আমায়া সিকিউরিটেজের এমডি আসলাম সেরনিয়াবাত

২০২৩ জুন ৩০ ১৭:৪৬:৪১
সিআইপি হলেন আমায়া সিকিউরিটেজের এমডি আসলাম সেরনিয়াবাত

মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে পবিত্র হজ পরিপালনে সৌদি আরবে অবস্থান করায় রোববার (২৫ জুন) রাজধানীর হোটেল প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে তাঁর ছোট ভাই তাঁর পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন।

আসলাম সেরনিয়াবাত ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পরিচালক, গাড়ী আমদানীকারক ও বিক্রেতাদের শীর্ষ সংগঠন বারভিডা’র সিনিয়র সহ-সভাপতি, লায়নস ক্লাব অব ঢাকা গ্রান্ড-এর অন্যতম সদস্য, বারিধারা সোসাইটির নির্বাহী সদস্য এবং ঢাকার প্রাণ কেন্দ্র গুলশানে নির্মাণাধীন একটি পাঁচ তারকা হোটেল ও গাজীপুরে নির্মাণাধীন একটি মনোরম রিসোর্টের উদ্যোক্তা।

তিনি দেশের একজন শীর্ষ আয় করদাতা। ২০২২ সালে তিনি ১০ম বারের মতো ঢাকা জেলায় শীর্ষ করদাতার পুরস্কার অর্জন করেন।

আসলাম সেরনিয়াবাতের জন্ম পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারী গ্রামে।

তিনি শেয়ারবাজার বিষয়ক নিউজ পোর্টাল মার্কেট আওয়ারের প্রধান উপদেষ্টা।

আসলাম সেরনিয়াবাত বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের গর্বিত জনক।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর