ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

বিদেশিদের আগ্রহ কমেছে ছয় ব্যাংকের শেয়ারে

২০২৩ জুন ২৮ ১৮:০৬:২৬
বিদেশিদের আগ্রহ কমেছে ছয় ব্যাংকের শেয়ারে

জানা গেছে, ব্যাংকগুলোর শেয়ার থেকে বিদেশেদির কিছুটা আগ্রহ কমার কারণেই বিনিয়োগ কমাচ্ছে বিদেশিরা। বিদেশিদের আগ্রহ কমা এই ছয় কোম্পানির মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামি ব্যাংক, এনসিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ইউসিবি ব্যাংক লিমিটেড।

ডিএসইর তথ্য বলছে, গত একমাসে এই ছয় কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ কমেছে সিটি ব্যাংকের। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। আর তৃতীয় অবস্থানে উঠে এসেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। আর বাকি তিনটি কোম্পানির সমান পরিমান এক শতাংশ করে বিদেশি বিনিয়োগ কমেছে।

সিটি ব্যাংক:এপ্রিল’২৩ মাসে কোম্পানিটিতে বিদেশিদের বিনিয়োগ ছিল ৫.১০ শতাংশ। মে’২৩ মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমে অবস্থান করছে ৫.০১ শতাংশে। অর্থাৎ একমাসে কোম্পানিটির বিনিয়োগ কমেছে ০.০৯ শতাংশ।

ব্র্যাক ব্যাংক:এপ্রিল মাসে কোম্পানিটিতে বিদেশিদের বিনিয়োগ ছিল ৩৩.৪০ শতাংশ। মে মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমে অবস্থান করছে ৩৩.৩৩ শতাংশে। অর্থাৎ একমাসে কোম্পানিটির বিনিয়োগ কমেছে ০.০৭ শতাংশ।

স্টান্ডার্ড ব্যাংক:এপ্রিল মাসে কোম্পানিটিতে বিদেশিদের বিনিয়োগ ছিল ০.৩৮ শতাংশ। মে মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমে অবস্থান করছে ০.৩৩ শতাংশে। অর্থাৎ একমাসে কোম্পানিটির বিনিয়োগ কমেছে ০.০৫ শতাংশ।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক:এপ্রিল মাসে কোম্পানিটিতে বিদেশিদের বিনিয়োগ ছিল ১.২৫ শতাংশ। মে মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমে অবস্থান করছে ১.২৪ শতাংশে। অর্থাৎ একমাসে কোম্পানিটির বিনিয়োগ কমেছে ০.০১ শতাংশ।

ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক:এপ্রিল মাসে কোম্পানিটিতে বিদেশিদের বিনিয়োগ ছিল ০.৫৪ শতাংশ। মে মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমে অবস্থান করছে ০.৫৩ শতাংশে। অর্থাৎ একমাসে কোম্পানিটির বিনিয়োগ কমেছে ০.০১ শতাংশ।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক:এপ্রিল মাসে কোম্পানিটিতে বিদেশিদের বিনিয়োগ ছিল ০.৭৩ শতাংশ। মে মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমে অবস্থান করছে ০.৭২ শতাংশে। অর্থাৎ একমাসে কোম্পানিটির বিনিয়োগ কমেছে ০.০১ শতাংশ।

গত একমাসে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাওয়া একমাত্র কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। এপ্রিল মাসে কোম্পানিটিতে বিদেশিদের বিনিয়োগ ছিল ০.০১ শতাংশ। মে মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়ে অবস্থান করছে ০.০২ শতাংশে। অর্থাৎ একমাসে কোম্পানিটির বিনিয়োগ বেড়েছে ০.০১ শতাংশ।

মার্কেট আওয়ার/মোর্শেদ

ট্যাগ:

পাঠকের মতামত:

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ খবর

বিশেষ প্রতিবেদন - এর সব খবর