ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

চুমুর অধিকার চায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

২০২৩ জুন ২৬ ১২:৩৫:২৬
চুমুর অধিকার চায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের নির্দেশনায় বলা হয়, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করে এই ক্যাম্পাসে কোনো ধরণের নির্দেশিকা জারি করা কিংবা শিক্ষার্থীদের উপর তা চাপিয়ে দেয়া যাবেনা। এমন কোনও কমিটি গঠন করা যাবে না যা ক্যাম্পাসের মধ্যে একজন শিক্ষার্থীর গণতান্ত্রিক পরিসর নষ্ট করবে। কোনওভাবেই শিক্ষার্থীদের মিটিং মিছিল আয়োজন করার অধিকার কেড়ে নেয়া যাবে না। কোন বিষয়টি অনুচিত, কোনটি বিঘ্ন ঘটাচ্ছে কিংবা আনুষ্ঠানিক নয়, তা নিয়ে কোনও মানদণ্ড থাকা উচিত নয়।

আরও বলা হয়, যৌন হেনস্থায় অভিযুক্তদের কর্তৃপক্ষের তরফে আড়াল করা যাবে না। রাজনৈতিক অপরাধীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া যাবে না। উদাহরণ স্বরূপ মদন মিত্রের নাম উল্লেখ করা হয়েছে। কোনওভাবেই ক্যাম্পাসের ভিতর গণতান্ত্রিক পরিসর ক্ষুন্ন করে কোনও ব্যক্তির অনুমতি ছাড়া ভিডিও কিংবা অডিও রেকর্ড করা যাবে না। এমনটা হলে তা কোড অফ কনডাক্টের চূড়ান্ত বিরোধিতা হিসেবে ধরা হবে।

ওই নির্দেশনায় আরও বলা হয়, ছাত্র ছাত্রীদের শৃঙ্খলাপরায়ণ করার নাম করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া চলবে না। প্রকাশ্যে ধূমপান, চুমু খাওয়া কিংবা ক্যাম্পাসে ঘুরে বেড়ানোর অধিকার দিতে হবে। কারণ এই বিষয়গুলি আইনের চোখে অপরাধ নয়।

উপরের ৮টি পয়েন্ট উল্লেখ করার পর প্রেসিডেন্সির ছাত্র ছাত্রীরা এই নির্দেশিকায় লিখেছেন, ‘প্রাপ্তবয়স্ক ছাত্রবৃন্দের পিতৃরূপ ধারণ করা নিষিদ্ধ!’ অর্থাৎ ক্যাম্পাসের ভিতর গণতান্ত্রিক পরিসর রক্ষার্থে কোনওভাবেই যে তার মরাল পুলিশিং চাইছেন না, তা স্পষ্ট করে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ছাত্র ছাত্রীদের চাঞ্চল্যকর অভিযোগ ছিল, শিক্ষার্থীরা প্রেম করলেই চলছে ধরপাকড়। এমনকী প্রেমিক-প্রেমিকার অভিভাবকদেরও বিশ্ববিদ্যালয়ে ডেকে পাঠানো হচ্ছে। ক্যাম্পাসে প্রেম করতে বাধা দেয়া হচ্ছে কর্তৃপক্ষের তরফে। এমনকী জোর করে কাউন্সেলিং করানোর অভিযোগও উঠেছে। সূত্র: টিওআই।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর