ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

আ.লীগের মনোনয়ন চাইবেন ব্যারিস্টার সুমন

২০২৩ জুন ১০ ১৫:৫৭:০৮
আ.লীগের মনোনয়ন চাইবেন ব্যারিস্টার সুমন

ছাত্রজীবন থেকেই আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, নিজের দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের জন্য দীর্ঘ বছর ধরে কাজ করছি। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তাই দল থেকে নৌকার মনোনয়ন চাইব। এমপি হতে পারলে হয়তো আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাব। নেত্রী অন্য কাউকে মনোনয়ন দিলে তার জন্যই আগামী নির্বাচনে কাজ করব।

তিনি বলেন, ফুটবল একাডেমি আমার প্রাণ। ফুটবলের গণজাগরণের যে স্বপ্ন দেখি সেটার বড় হাতিয়ার আমার ফুটবল একাডেমি। নিজে যতদিন বেঁচে থাকব এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আমার একাডেমি বেঁচে থাকলে ফুটবলকে কখনোই শেষ হতে দেব না।

তিনি আরও বলেন, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে সারা দেশের মানুষ ধিক্কার দেয়। ঘৃণা করে। কিন্তু তিনি পদত্যাগ করছেন না। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। এর পরও তিনি কীভাবে দাবি করেন— তার মান আছে, সেটাই তো বুঝি না। শিগগিরই তার লিগ্যাল নোটিশের জবাব দেওয়া হবে।

সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ফুটবলের সুদিন ফেরানোর জন্য ৪৪ বছর বয়সেও মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি। আমিসহ সাংবাদিকবৃন্দ এবং সাবেক ফুটবলাররা এখন ফুটবল নিয়ে কথা বলছেন। ফুটবল ফেডারেশনের ব্যর্থতায় প্রধানমন্ত্রীও বিরক্ত। মানুষকে ধোঁকা দিয়ে নতুন করে কেউ আবারও ফুটবল ফেডারেশনের নেতৃত্বে যেতে পারবেন না। এ থেকে ফুটবলের সুদিন ফেরার আভাস পাওয়া যাচ্ছে।

মার্কেট আওয়ার/তারিকুল

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর