ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বাতিল

২০২২ নভেম্বর ২০ ১১:১৯:২৪
রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বাতিল

শনিবার (১৯ নভেম্বর) রাশিয়া বাংলাদেশকে লাভরভের ঢাকা সফর বাতিলের কথা জানিয়েছে।

পরররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ২৩ নভেম্বর তার ঢাকায় আসার কথা ছিল।

এর আগে রাশিয়া গত শুক্রবার বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সের্গেই লাভরভের পরিবর্তে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি আইওআরএ বৈঠকে তার দেশের প্রতিনিধিত্ব করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশেদ আলম রোববার সকালে বলেন, ২৪ নভেম্বর অনুষ্ঠেয় আইওআরএর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন না।

দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল সের্গেই লাভরভের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তার সফরের বিশেষ ভূ-রাজনৈতিক তাৎপর্য ছিল।

ইসলাম/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর