ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ভারত

২০২৩ জুন ০৭ ০৭:০২:১২
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ভারত

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে অস্ট্রেলিয়া, যারা সর্বশেষ ২০০১ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ জিতেছিল, ওভাল থেকে অ্যাশেজের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে থাকবে। টেবিলের শীর্ষে থেকে ফাইনালে ওঠা টিম ইন্ডিয়ার অজিদের বিরুদ্ধে এই ম্যাচের দিকে গোটা বিশ্বের চোখ স্থির।

ওভালের সবুজ ঘাসের পিচে থাকবে বাড়তি বাউন্স। যা নিয়ে রীতিমতো টিম ইন্ডিয়ার কপালে চিন্তার ভাঁজ। ওভালের পিচ পেসারদের জন্য সহায়ক হবে। মিচেল স্ট্রার্ক, প্যাট কামিন্সদের পেস অ্যাটাককে ভারতের চেয়ে এগিয়ে রাখছেন সাবেকরা। এরমধ্যে বিনা মেঘে বর্জপাতের এসেছে অধিনায়ক রোহিত শর্মার চোটের খবর। ম্যাচের আগের দিন অনুশীলনে বুড়ো আঙুলে ব্যথা পেয়েছেন রোহিত। তবে, তার খেলা নিশ্চিত বলেই দিয়েছে আভাস টিম ইন্ডিয়া।

রোহিত শর্মা বলেন, ‘প্রথম আসরের ফাইনালে আমরা যে ভুলগুলো করেছিলাম, সেটা এবার হবে না। পিচে বাউন্স হবে বলে অনেক কথা হচ্ছে। আমরা ভয় পাচ্ছি না। কন্ডিশনের সুবিধা যে কাজে লাগাতে পারবে, সেই ম্যাচ জিতবে। আমরা সে লক্ষ্যে প্রস্তুত।’

এ টেস্টে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। টেস্টে আর মাত্র ৭২ রান করলেই ইংল্যান্ডের মাটিতে রাহুল দ্রাবিড়ের ২৬৪৫ রান টপকে যাবেন তিনি। এছাড়াও আর মাত্র ২১ রান তুলতে পারলে অজিদের বিপক্ষে ২ হাজার রান হবে তার। দুই হাজার সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেঞ্চুরি করেছিলেন সৌরভ গাঙ্গুলি। এরপর আর আইসিসির কোনো আসরে সেঞ্চুরির দেখা পাননি কোনো ভারতীয়। বিরাট যদি তা করতে পারেন, তবে টপকে যাবেন সৌরভকে।

টিম ইন্ডিয়াকে নিয়ে যখন এত আলোচনা, তখন নিরবে নিজেদের কাজটা করে যাচ্ছে অস্ট্রেলিয়া। গণমাধ্যমের হাকডাকে নিরব প্যাট কামিন্সরা। ক্যারিয়ারের ৫০তম টেস্ট ম্যাচ জিততে মুখিয়ে আছেন অজি অধিনায়ক। সিরাজ, শামিদের পেস কিংবা অশ্বিন জাদেজার স্পিন নিয়ে চিন্তিত নন তিনি।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর