ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

পায়রা তাপবিদুৎ কেন্দ্রের এক ইউনিটের উৎপাদন বন্ধ

২০২৩ মে ৩০ ০৭:১৯:১৯
পায়রা তাপবিদুৎ কেন্দ্রের এক ইউনিটের উৎপাদন বন্ধ

পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। গত ২৫ মে কয়লা সংকটের কারণে ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের একটি বন্ধ হয়ে যায়। বাকি ৬৬০ মেগাওয়াট ক্ষমতার আরেকটি ইউনিট চলবে ৩ জুন পর্যন্ত। কয়লা সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।

তবে কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক সংকট সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক ও সরকার ১০০ মিলিয়ন ডলারের সংস্থান করছে। তারা নতুন কয়লা সরবরাহ করতে সক্ষম হবে। দু-একদিনের মধ্যে এলসি খোলা হবে। কয়লা আমদানির পর জুনের শেষ সপ্তাহে বিদ্যুৎ উৎপাদন আবার শুরু হবে বলে আশা করছেন কর্মকর্তারা।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব বলেন, এটা সাময়িক সংকট। কয়লার জাহাজটি ২৫ জুন আসবে। এরপর বিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় চালু করা হবে। আর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকলেও, অন্যান্য কেন্দ্রে উৎপাদন স্বাভাবিক থাকায় লোডশেডিং হবে না বলে জানান পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম।

তিনি বলেন, ‘বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে যথেষ্ট জেনারেশন করার মতো পাওয়ার স্টেশন রিজার্ভ আছে। সেখান থেকে এই বিদ্যুৎটুকু অন্য পাওয়ার স্টেশনের মাধ্যমে উৎপাদন করে তারা চেষ্টা করবে লোডশেডিং যাতে সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়।’

চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে ২০২০ সালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। তিন বছর আগে উৎপাদনে আসার পর এবারই প্রথম পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হচ্ছে পায়রা বিদুৎ কেন্দ্রে। এর আগে ডলার সংকটে কয়লা না কিনতে পারায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রও দুই দফা বন্ধ হয়েছিল।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর