ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

ওয়াসার পানিতে অনাস্থা নগরবাসীর

২০২৩ মে ২৮ ০৯:০০:৫৫
ওয়াসার পানিতে অনাস্থা নগরবাসীর

ওয়াসার সরবরাহ করা পানির ওপর নগরবাসীর আস্থা কতটুকু–সেটি জানতেই বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ঢাকার দুই সিটিতে একটি গবেষণা চালায়।

ক্যাপসের এ গবেষণার ফলাফল বলছে, প্রতিটি পরিবারেই কোনো না কোনো পদ্ধতিতে পরিশোধন করে পান করে ওয়াসার পানি। কোনো পরিবারেরই আস্থা নেই ওয়াসায়। এক কলস পানি বিশুদ্ধ করতে ২০ থেকে ৩০ মিনিট ফোটান তারা। এতে প্রতিদিনই অপচয় হচ্ছে গ্যাস আর বিদ্যুতের। জরিপে দেখা যায়, ওয়াসার সরবরাহ করা পানি শতকরা ৩ ভাগ পরিবার শুধু ফুটিয়ে পান করে। ফোটানোর পর ছেঁকে পান করে ২৫ ভাগ। ফুটিয়ে ফিল্টার করে পান করে ২২ ভাগ। ফোটানোর পর ছেঁকে তারপর ফিল্টার করে ৫ ভাগ। আর বাকি ৪৫ ভাগ সরাসরি ফিল্টারে দিয়ে ওয়াসার পানি পানযোগ্য করে। নগর পরিকল্পনাবিদ ইকবাল হামিদ বলেন, গাফিলতি আর দায়িত্বহীনতার কারণেই মানুষের এ ভোগান্তি। ওয়াসাকে জবাবদিহির আওতায় এনে ক্ষতিপূরণ নিশ্চিত করা প্রয়োজন। সরকারের এমন গুরুদায়িত্ব যাদের কাছে, তাদের দায়িত্বহীনতায় বিশুদ্ধ পানির জোগান দিলেও তা সঠিকভাবে সরবরাহ করতে পারছে না প্রতিষ্ঠানটি। ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক বলেন, এখন অনেকটাই আস্থা ফিরেছে ওয়াসার প্রতি। ২০২৫ সালের মধ্যে শতভাগ বিশুদ্ধ পানির নিশ্চয়তা পাবে এ নগরের বাসিন্দারা।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর