ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

খুলনা সিটি নির্বাচন: আওয়ামী লীগের মেয়রপ্রার্থী প্রতীক পেয়েই নির্বাচনি প্রচারে

২০২৩ মে ২৭ ১৮:৩৩:৪৭
খুলনা সিটি নির্বাচন: আওয়ামী লীগের মেয়রপ্রার্থী প্রতীক পেয়েই নির্বাচনি প্রচারে

আওয়ামী লীগের মেয়রপ্রার্থী তালুকদার আবদুল খালেক নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুুল আউয়াল হাতপাখা, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু লাঙ্গল ও জাকের পার্টির এসএম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ সময় তালুকদার আবদুুল খালেক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এবার নির্বাচিত হলে আমার প্রধান কাজ হলো চলমান সব কাজ শেষ করা। আমি মনে করি, এসব চলমান কাজ শেষ হলেই খুলনা নগরী একটা মডেল শহর হবে।

জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেন, জাতীয় পার্টির সরকারের সময় খুলনা অঞ্চলসহ সারা বাংলাদেশে হাজারো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। আমি যদি নির্বাচিত হতে পারি খুলনার মানুষের কর্মস্থান সৃষ্টি করব। খুলনাকে আর উন্নত শহর করে গড়ে তোলার জন্য যা যা করণীয় তাই করব।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী আবদুল আউয়াল বলেন, আমি নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক নির্মূল করব। বেলা ১১টা থেকে শুরু হয় সাধারণ ৩১টি ওয়ার্ডের ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৩৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দের কাজ। যা চলে বিকাল ৪টা পর্যন্ত।

রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, প্রচারের ক্ষেত্রে প্রার্থীরা আচরণবিধি মেনে চলছেন কি না তা মনিটরিং করার জন্য শুক্রবার থেকে মাঠে কাজ করবেন ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এ ছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তারাও বিষয়টি মনিটরিং করবেন।

খুলনা সিটি করপোরেশনের আগামী ১২ জুন নির্বাচনের জন্য চার মেয়রপ্রার্থীসহ ১৭৯ জন প্রার্থীকে শুক্রবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করলেও সাধারণ কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এরই মধ্যে জনমানুষের মধ্যে নির্বাচনি আনন্দ উল্লাসের সৃষ্টি হয়েছে।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর