ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

ছেলে জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে নগর উন্নয়নে কাজ করবেন জায়েদা

২০২৩ মে ২৬ ২০:০২:০৩
ছেলে জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে নগর উন্নয়নে কাজ করবেন জায়েদা

তিনি বলেছেন, ‘ছেলে জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে এবং পরাজিত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খানের পরামর্শ নিয়ে আমি নগর উন্নয়নে কাজ করবো।’

শুক্রবার (২৬ মে) সকাল থেকে নগরীর ছয়দানায় নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের বাসভবনের সামনে ভিড় করেন অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ। নেচে গেয়ে উল্লাস প্রকাশ করেন তারা। এ সময় জায়েদা খাতুন নগরবাসীর উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এ কথা বলেন।

উপস্থিত নেতাকর্মী, সমর্থকরাও এ সময় তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। তারা বলেন, জাহাঙ্গীর আলম ভাই যেভাবে গাজীপুরের উন্নয়ন করেছেন, আমরা আশা করি তার মাও সেই ধারাবাহিকতা বজায় রেখে নগরের উন্নয়ন করবেন। একজন নারী হিসেবে তিনি নারীদের সকল সমস্যায় পাশে থাকবেন বলেও আশাবাদ প্রকাশ করেন তারা।

পরে নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য দেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

জাহাঙ্গীর আলম বলেন, ‘জনগণ রায় দিয়েছে। আমার যে কাজগুলো বাকি আছে সেগুলো সম্পন্ন হওয়ার ব্যাপারে মাকে সহযোগিতা করবো। এই সিটি কর্পোরেশনের নাগরিকদের নিয়ে মা সুন্দরভাবে কাজগুলো করবেন। এজন্য আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমি করবো। আমি ছায়ার মতো হয়ে মার সঙ্গে থেকে সবার কাজগুলো করে দেবো।’

বৃহস্পতিবার (২৫ মে) হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহ খানকে ১৬ হাজার ১৯৭ ভোটে হারিয়ে গাজীপুরের তৃতীয় মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর