ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন তিন মার্কেট লিডারের আবির্ভাব

২০২৩ মে ২৬ ১২:২৮:০২
নতুন তিন মার্কেট লিডারের আবির্ভাব

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে। কোম্পানিটি ৩টির মধ্যে ৩টির দর বাড়ার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ লেনদেনও বেড়েছে।

কোম্পানি ৩টির মধ্যে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৮ লাখ ৩১ হাজার ৩৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৬ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৩৩ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৩৪৭ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৬৯ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২২ টাকা বা ৬.৩৩ শতাংশ।

লেনদেন তালিকার অষ্টম স্থানে রয়েছে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২৮ লাখ ৮৭ হাজার ১৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০০ কোটি ১১ লাখ ১৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.১৮ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৭৬ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৮৬ টাকা ৮০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১০ টাকা ৩০ পয়সা বা ১৩.৪৬ শতাংশ।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে নবম দখল করেছে মেঘনা লাইফ ইন্সুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯১ কোটি ২৯ লাখ ৬৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৯৯ শতাংশ। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৭৫ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৮৬ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১১ টাকা ৪০ পয়সা বা ১৫.১০ শতাংশ।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর