ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সাপ্তাহিক লেনদেনের নেতৃত্বে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

২০২৩ মে ২৬ ১০:৪৭:৪১
সাপ্তাহিক লেনদেনের নেতৃত্বে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির১ কোটি ৬৮ লাখ ৭৩ হাজার ৪০৯টিশেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো সিএনজি। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৭৯ লাখ ৫২ হাজার ৪১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫১ কোটি ২২ লাখ ৯৬ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেইস্টার্ন হাউজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ২২ লাখ ২১ হাজার ১৩২টিশেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৯ কোটি ৯ লাখ ৮৯ হাজার টাকা।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রূপালী লাইফ ইন্সুরেন্সের ১২৭ কোটি ৪৬ লাখ ৭৩ হাজার টাকার, নাভানা ফার্মার ১০৮ কোটি ৯৫ লাখ ২৯ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১০৬ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার টাকার, জেমিনি সী ফুডের ১০৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকার, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ১০০ কোটি ১১ লাখ ১৩ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৯১ কোটি ২৯ লাখ ৬৯ হাজার টাকা এবং সী-পার্ল হোটেলের ৮২ কোটি ৩৮ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মার্কেট আওয়ার/হাবিব

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর