ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

এভিয়েশন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সঙ্গে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত

২০২৩ মে ০৬ ১৪:২৩:৪৪
এভিয়েশন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সঙ্গে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত

বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাজ‌্যের পক্ষে সেদেশের বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন এতে সই করেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সংক্রান্ত ট্রেড এনভয় রোশনারা আলী উপস্থিত ছিলেন।

যৌথ বিবৃতিতে সইয়ের পর উচ্ছ্বসিত প্রতিক্রিয়ার এক টু্ইট বার্তায় যুক্তরাজ‌্যের বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন বাংলাদেশের এভিয়েশন খাত শক্তিশালীকরণে যুক্তরাজ‌্যের আগ্রহের কথা উল্লেখপূর্বক একটি কার্যকর এভিয়েশন পার্টনারশিপের মাধ‌্যমে বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি শক্তিশালী হওয়ার পাশাপাশি উভয় দেশেই নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে মর্মে মন্তব‌্য করেন।

এই উদ্যোগের ফলে বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রির উন্নয়নের পাশাপাশি যুক্তরাজ‌্যসহ এয়ারবাসের অন‌্যান‌্য ইউরোপীয় অংশীদারদের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব‌্যক্ত করা হয়।

এয়ারবাস হতে বিমান ক্রয়ের ক্ষেত্রে ইউকে এক্সপোর্ট ফাইনান্স হতে সহজ শর্তে দীর্ঘ মেয়াদী ঋণ সুবিধাও পেতে পারে বাংলাদেশ।

বাংলাদেশের এভিয়েশন সেক্টরের সম্প্রসারণ ও এর বহুমাত্রিকতা আনতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং যাত্রী পরিবহন ও কার্গো ব‌্যবসার ক্ষেত্রে ‍বিমানের সক্ষমতাকে অনেক উচ্চ স্থানে নিয়ে যেতে পারে।

এটি সই করার পর সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এই উদ‌্যোগের ফলে এয়ারবাস এবং বাংলাদেশ বিমানের মধ‌্যে দীর্ঘ ও কার্যকর সম্পর্ক স্থাপিত হতে পারে, যার মাধ‌্যমে বাংলাদেশের সঙ্গে ইউকে, ফ্রান্স, জার্মানি তথা ইইউ’র বর্তমান সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে।

তারিক/মার্কেট আওয়ার

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর