ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

উহান-মুম্বাইকে ছাপিয়ে সবচেয়ে দূষিত বাতাসের শহর ঢাকা

২০২৩ ফেব্রুয়ারি ০৬ ১৫:১৯:০৪
উহান-মুম্বাইকে ছাপিয়ে সবচেয়ে দূষিত বাতাসের শহর ঢাকা

আজ সোমবার, ৬ ফেব্রুয়ারি সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ২৪৬। এই স্কোর অনুযায়ী ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর।

একই সময়ে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চীনের উহানের এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ১৯৩। আর তৃতীয় স্থানে থাকা ভারতের মুম্বাইয়ের এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ১৮২।

উল্লেখ্য, এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ১০১ থেকে ২০০ পর্যন্ত থাকলে অস্বাস্থ্যকর বলে ধরা হয়। এই স্কোর ২০১ থেকে ৩০০ পর্যন্ত থাকলে খুবই অস্বাস্থ্যকর বলে ধরা হয়। এমন অবস্থায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে অবস্থান করার পরামর্শ দেয়া হয়। এছাড়া অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখারও পরামর্শ দেয়া হয়। আর ৩০১ থেকে ৪০০ পর্যন্ত স্কোর থাকলে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়। এ অবস্থায় গুরুতর স্বাস্থ্য ঝুঁকির ভেতর থাকে মানুষ।

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর