ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

আলিফ ম্যানুফ্যাকচারিং: রাইট তহবিল ব্যয় পরিকল্পনায় বিএসইসির সম্মতি

২০২৩ ফেব্রুয়ারি ০৬ ০৯:৪৬:২৫
আলিফ ম্যানুফ্যাকচারিং: রাইট তহবিল ব্যয় পরিকল্পনায় বিএসইসির সম্মতি

তথ্যানুসারে, এরই মধ্যে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যয় করেছে আলিফ ম্যানুফ্যাকচারিং। এ অর্থ ব্যয়ের সময়সীমা গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কোম্পানিটি। কোম্পানিটির রাইট তহবিল ব্যয় পরিকল্পনার সংশোধনী প্রস্তাবে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন দিয়েছেন বিনিয়োগকারীরা।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩২ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৬৭ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৪ পয়সা।

মামুন/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর