আইনি হস্তক্ষেপে বিদায় নেবে মার্কিন ব্যবসায়ীরা

রাজধানীর ইএমকে সেন্টারে যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে বাংলাদেশে অনলাইন স্বাধীনতা এবং ব্যবসায়িক বিনিয়োগের যোগসূত্রবিষয়ক এক সেমিনারে পিটার হাস এসব কথা বলেন।
আলোচনায় অংশ নেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ পরিচালক টুমো পোটিয়ানেন এবং বাংলাদেশে প্রযুক্তিভিত্তিক মার্কিন কোম্পানি ওরাকলের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা মতিন।
ডিজিটাল নিরাপত্তা আইন এবং প্রস্তাবিত ডেটা সুরক্ষা আইনের কঠোর বিধিবিধান ব্যক্তির গোপনীয়তা, ব্যবসাসহ প্রতিষ্ঠানের স্বাধীনতার ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অবাধ করবে বলে দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং বন্ধুপ্রতিম কিছু রাষ্ট্রও।
এক বছর আগে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়ে ঢাকায় আসার কথা উল্লেখ করে পিটার হাস বলেন, ফুডপান্ডা থেকে বিকাশ এবং বাইরেও ডিজিটাল যুগে বাংলাদেশের দ্রুত এগিয়ে যাওয়া দেখে তিনি মুগ্ধ। তবে প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের আইনি ও নিয়ন্ত্রণ কাঠামোকে সাজানোর চ্যালেঞ্জের মুখোমুখি যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বাংলাদেশসহ সবাই। এ ক্ষেত্রে সরকারকে অবশ্যই অনলাইন ব্যবহারকারীর ডেটাকে দায়িত্বশীলতার সঙ্গে সুরক্ষার পাশাপাশি মানুষের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সচেষ্ট থাকতে হবে। এ ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুরক্ষা এবং নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখার তাগিদ দেন রাষ্ট্রদূত।
বাংলাদেশের বাজার যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের কাছে খুবই আকর্ষণীয় বলে উল্লেখ করেন পিটার হাস। তিনি বলেন, একই সময়ে তিনি ব্যবসায়ীদের কাছ থেকে এমন আশঙ্কার কথাও শুনতে পান যে এখানে প্রস্তাবিত নতুন আইন ও প্রবিধানগুলো তাঁদের জন্য ব্যবসা করা আরও কঠিন করে তুলবে। তিনি জানান, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওভার-দ্য-টপ (ওটিটি) প্ল্যাটফর্মগুলোর জন্য টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন ও তথ্য মন্ত্রণালয় প্রণীত বিধানগুলোর পাশাপাশি ডেটা সুরক্ষা আইন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আছে এবং তা বাংলাদেশ সরকারকে বলা হয়েছে।
রাষ্ট্রদূত বলেন, ব্যবসা আকর্ষণের জন্য উদ্ভাবনের সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ, আর এ জন্য অনলাইন উন্মুক্ত ও স্বাধীন হওয়া দরকার। তিনি আরও বলেন, ‘অনলাইন প্ল্যাটফর্মের যে খসড়া আইন দেখেছি, তাতে অপরাধ হিসেবে গণ্য করা হবে, এমন অনলাইন কনটেন্টের সংজ্ঞার বিস্তৃত পরিসর নিয়ে আমাদের উদ্বেগ আছে।’
ডেটা সুরক্ষা আইনের সর্বশেষ খসড়ায় ফৌজদারি শাস্তি অন্তর্ভুক্তিতে উদ্বেগ প্রকাশ করে পিটার হাস বলেন, এতে একটি স্বাধীন ডেটা তদারকি কর্তৃপক্ষের ব্যবস্থা রাখা হয়নি। তিনি বলেন, ডেটা সুরক্ষা সহজ কাজ নয় এবং এ বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে প্রতিটি দেশ তাদের স্থানীয় প্রেক্ষাপট অবশ্যই বিবেচনা রাখবে। রাষ্ট্রদূত আইনগুলো প্রণয়নের ক্ষেত্রে সুস্পষ্ট আন্তর্জাতিক মানদণ্ডগুলো সমুন্নত রাখতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
পিটার হাস বলেন, একই সঙ্গে অসত্য ও গুজব মোকাবিলা করা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং ব্যবসা বৃদ্ধিকে উৎসাহিত করা কঠিন হলেও উন্নয়ন ও নিরাপত্তা কোনোভাবেই গণতন্ত্র ও মানবাধিকারের ঊর্ধ্বে স্থান পেতে পারে না।
ডেটা সুরক্ষার আন্তর্জাতিক মানদণ্ড, অর্থনৈতিক সংযোগ এবং ব্যক্তিগত অধিকারের মধ্যে উপযুক্ত ভারসাম্য গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে মার্কিন রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, ডেটা সুরক্ষা আইনের পরবর্তী খসড়ায় নাগরিক সমাজ, বাণিজ্যিক সংস্থা ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সরকার পরামর্শ করবে।
বর্তমান সময়কে ‘স্পর্শকাতর’ হিসেবে উল্লেখ করে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রস্তাবিত ডেটা সুরক্ষা আইন জনবান্ধব ও ব্যবসাবান্ধব করতে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রস্তাবিত ডেটা সুরক্ষা আইনের কথা উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, যথেষ্ট স্বচ্ছ ও সুস্পষ্ট ব্যাখ্যা ছাড়া সুরক্ষার নামে কঠোর আইন ও বিধিবিধান প্রণয়ন ব্যক্তিবিশেষের ডেটার যথেচ্ছ ও উদ্দেশ্যপ্রণোদিত ব্যবহার, মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার ওপর সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ আরোপকে সহজ করবে।
মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের উপস্থিতি মানবাধিকার সুরক্ষার অন্যতম শর্ত বলে উল্লেখ করেন আইএলওর বাংলাদেশ পরিচালক টুমো পোটিয়ানেন।
সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি ব্যবসার পরিবেশ সমুন্নত রাখার ওপর গুরুত্ব আরোপ করে ওরাকলের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা মতিন বলেন, ব্যবসার পরিবেশের জন্য স্বচ্ছ, বোধগম্য ও ঝুঁকিবিহীন অবস্থা থাকাও জরুরি।
এএসএম/
পাঠকের মতামত:
- নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে নানাকে খুঁজে পেলেন অভিনেত্রী
- আগামী ৩ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস
- ২০ ফেব্রুয়ারি নাহিদের পদত্যাগ: ২৪ ফেব্রুয়ারি দল ঘোষণা
- জাহিন স্পিনিংয়ের বোর্ড সভার তারিখ ঘোষণা
- ক্রেডিট রেটিং সম্পন্ন
- সূচকের উত্থানে চলছে লেনদেন
- ২ ঘণ্টায় শেয়ারদর বেড়েছে ২২৪ কোম্পানির
- শুরুতেই ৩ কোম্পানির শেয়ারে চমক
- দলে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন তথ্য উপদেষ্টা
- ২০২৪-এ খেলাপি ঋণ রেকর্ড ছাড়িয়ে ২০ হাজার কোটি টাকায় পৌঁছাল!
- সামিট পাওয়ারের ক্যাশডিভিডেন্ড ঘোষণা
- ফের বাড়ানো হলো স্বর্ণের দাম, ইতিহাসে সর্বোচ্চ
- বাংলাদেশের ইন্টারনেট ভবিষ্যৎ বিপন্ন
- চার জেলার এসপি প্রত্যাহার
- ১৮ফেব্রুয়ারি বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট
- খালেদা জিয়ার দেশে ফেরার সময় জানা গেল
- আইএমএফ-এর চতুর্থ কিস্তির অর্থ ছাড়ে বিলম্ব: অর্থ উপদেষ্টা
- বিএসসি’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রবির লভ্যাংশ ঘোষণা
- দ্বিতীয় কর্মদিবসে ৫ কোম্পানির শেয়ারে ঝলক
- কৃষিবিদ ফিডের বারবার আইন লঙ্ঘন: বিনিয়োগকারীরা ক্ষুব্ধ
- বিএসইসির নতুন মুখপাত্র নিয়োগ
- ১৭ ফেব্রুয়ারী টাকার পরিমানে টপ ২০ শেয়ার
- আগামীকাল লেনদেনে ফিরবে এক কোম্পানি
- ২ কোম্পানির লেনদেন বন্ধ মঙ্গলবার
- ‘আমি কারাগারে থাকলেও বিয়ের অনুষ্ঠান যেন করে ফেলে’
- উপদেষ্টা আমার চাচি নন: ডা. তাসনিম জারা
- ব্যবসা সম্প্রসারণ করছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ‘আমি লাউ, কদু দুটিরই বিপক্ষে’: হাসানুল হক ইনু
- খুলনা প্রিন্টিং এবং এসআলম স্টিলের রমরমা লেনদেন
- শেয়ারহোল্ডারদের টাকা নিয়ে শেফার্ড ইন্ডাস্ট্রিজে বড় অনিয়ম
- লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানাল গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড
- বেক্সিমকো শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারী উদ্যোগ
- শেয়ারবাজারে মার্জিন ঋণের ফাঁদ: বিপদে লাখো বিনিয়োগকারী, আসছে কঠোর ব্যবস্থা
- গ্রামীণফোনের বিনিয়োগকারীদের জন্য বিশাল সুখবর
- রেসের ১০টি মিউচুয়াল ফান্ডের ইউনিট ব্লক মার্কেট ট্রানজাকশনে বাধা নেই
- হঠাৎ বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় রবির শেয়ার
- শিবলী রুবাইয়াতের জামিন আবেদন নামঞ্জুর
- ৫ খাতের বিনিয়োগকারীদের সর্বোচ্চ মুনাফা
- আইসিবি তিন হাজার কোটি টাকা পেল ৪ শতাংশ সুদে
- শেখ হাসিনার আরেকটি অডিও ফাঁস
- জাতীয় পার্টির সঙ্গে খেলতে আসলে পিঠে চামড়া থাকবে না
- মূলধন ফিরেছে সাড়ে ১৫ হাজার কোটি টাকা
- ১৯ খাতে শেয়ার দাম বেড়েছে
- ট্রাম্প জয়ের খবরে ঊর্ধ্বমুখী বিশ্ব শেয়ারবাজার
- এসআইবিএল ব্যাংকে ৫৮৯ জনের চাকরিচ্যুতি
- পদত্যাগ করেছেন দুদক চেয়ারম্যান এবং দুই কমিশনার
- অবশেষে উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজর
- পদ্মা ব্যাংকের ঋণ খেলাপি জুলহাস গ্রেপ্তার
- বিএসইসি চেয়ারম্যান মাকসুদের পদত্যাগ দাবিতে উত্তাল মতিঝিল