ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

হাসপাতালে চিকিৎসা ফি নির্ধারণে শ্রেণিবিন্যাস হবে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৩ জানুয়ারি ২৯ ১৯:০০:১৫
হাসপাতালে চিকিৎসা ফি নির্ধারণে শ্রেণিবিন্যাস হবে: স্বাস্থ্যমন্ত্রী

আজ রোবরার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সারা দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের ক্যাটাগরি নির্ধারণ বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ সংক্রান্ত একটি কমিটি করে এক মাসের মধ্যেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এতে বেসরকারি স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পাবে। যত্রতত্র ফি দিয়ে জনগণের অযাচিত অর্থ ব্যয় হবে না।

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের ক্যাটাগরি নির্ধারণের ধরণ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেসরকারি হাসপাতালের শয্যাসংখ্যা, যন্ত্রপাতি, অবস্থান, লোকবল, সুযোগ-সুবিধাভেদে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে অ, ই, ঈ, উ শ্রেণিতে ভাগ করে দেওয়া হবে।

‘এ’ ক্যাটেগরির এক রকম সুবিধা, ‘বি’ ক্যাটেগরির এক রকম সুবিধা এবং ‘সি’ ক্যাটেগরি হাসপাতালগুলো মানভেদ থাকবে। চিকিৎসার সুযোগ-সুবিধা উল্লেখসহ সরকার কর্তৃক নির্দিষ্ট ফি নির্ধারণ করা থাকবে। এতে মানুষ আগে থেকেই জানতে পারবে কোন হাসপাতালে গেলে কী কী সুবিধা পাওয়া যাবে। চিকিৎসা বাবদ কত টাকা ব্যয় হবে।

এসময় বেসরকারি হাসপাতালগুলোর সেবার মান প্রসঙ্গে জাহিদ মালেক আরও বলেন, সারা দেশে বর্তমানে অলিতে-গলিতে ক্লিনিক হয়ে গেছে। কিছু ক্লিনিক মানসম্মত সেবা দিলেও অধিকাংশেরই মান ভালো না। অথচ ফি নেওয়া হয় ইচ্ছামতো। স্টান্ডার্ড ও নিয়ম অনুযায়ী যন্ত্রপাতি নাই। মেশিন আছে যেগুলো সেগুলোও ঠিকমতো কাজ করে না। শয্যা অনুপাতে অন্যান্য বিষয়গুলো অনুপস্থিত রয়েছে। মানসম্পন্ন চিকিৎসকও থাকে না; কিন্তু ফি নেওয়া হয় অনেক বেশি। এসব অনিয়ম আর চলতে পারবে না।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর