ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ. আফ্রিকায় ইতিহাস গড়ে প্রথম মুসলিম মেয়র আমাদ

২০২৩ জানুয়ারি ২৯ ১৫:১১:৪৩
দ. আফ্রিকায় ইতিহাস গড়ে প্রথম মুসলিম মেয়র আমাদ

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো মুসলিম মেয়র পেয়েছে দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গ। থাপেলো আমাদ নামের সংখ্যালঘু একটি মুসলিম দলের নেতা শহরটির মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।

পাকিস্তানি গণমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, দীর্ঘ রাজনৈতিক ও আইনি লড়াইয়ের পর শুক্রবার (২৭ জানুয়ারি) তিনি মেয়র হিসেবে নির্বাচিত হন। তার ওপর ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) পার্টির সমর্থন ছিল।

৪১ বছর বয়সী থাপেলো আমাদ দক্ষিণ আফ্রিকার ছোট মুসলিম দল আল জামাআহ পার্টির নেতা। তিনি ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ)-এর সদস্য সাবেক মেয়র এমপো ফালাটসের স্থলাভিষিক্ত হবেন।

জয়ের পর উচ্ছ্বসিত আমাদ জানান, প্রথম মুসলিম হিসেবে দেশের সবচেয়ে বড় মহানগর পরিচালনার দায়িত্ব পেয়েছি। এটি দক্ষিণ আফ্রিকায় ইতিহাস সৃষ্টি করেছে।

এসময় দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার অঙ্গীকার করেন জোহানেসবার্গের নতুন এ মেয়র।

এএসএম/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে