ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

কৃষির উন্নয়ন হলেই মানুষের জীবনযাত্রার মান বাড়ে: কৃষিমন্ত্রী

২০২৩ জানুয়ারি ১৬ ২১:৩২:৫০
কৃষির উন্নয়ন হলেই মানুষের জীবনযাত্রার মান বাড়ে: কৃষিমন্ত্রী

আজ সোমবার দুপুরে মানিকগঞ্জে ‘শর্ষে ও ধানের উৎপাদন বৃদ্ধির কর্মপরিকল্পনা ও অগ্রগতি ২০২২-২৩’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা শহরের শিল্পকলা একাডেমিতে এই কর্মশালার আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের ধারণা কৃষক মানে লেংটি পড়বে, আর যারা দুর্নীতি করবে, গার্মেন্টসের মালিক, কলকারখানার মালিক তারা গুলশানে বাড়ি করবে। কৃষক ঘাম-শ্রমে ফসল উৎপাদন করবে সেটি তারা ভোগ করতে পারবে না। গত ১৪ বছরে একদিনও সারের সংকট হয়নি।’

তিনি আরও বলেন ‘সামনে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে দেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উদারতায় খালেদা জিয়া জেলে না থেকে বাসায় আছে।’

এই সমাবেশে কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহ মোহাম্মদ এনায়েত উল্লাহসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর