ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

বাবার সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

২০২৩ জানুয়ারি ১৬ ২১:০৩:৫৩
বাবার সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

নিহতের নাম আবুল কাশেম (৪৫)। স্থানীয় বাসিন্দা, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কাশেমের সঙ্গে তার বড় ভাই আব্দুর রশিদ এবং তার ছোট ভাই আবুল হাশেমের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রবিবার (১৫ জানুয়ারি) রাতে ব্যবসায় থেকে ফেরার পথে তার বড় ভাই সহ সন্ত্রাসী বাহিনী দ্বারা আক্রমণ করে। তার বড় ভাই লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে এবং লাঠি সোটা দিয়ে মারধর করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। এতে করে ঘটনাস্থলে আবুশ কাশেম মারা যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে এনামুল হক দিপু জানান, জমিজমার ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বাবা এবং চাচার মধ্যে দ্বন্দ্ব চলছিল। আজ চাচা বাবার উপর আক্রমণ করে তাকে হত্যা করেছে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।

লালমাই উপজেলা মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আলমগীর জাহান বলেন, নিহতের বড় ভাই ও হত্যাকারী আব্দুর রশিদকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৃত্যুকালে আবুল কাশেম স্ত্রী পড়িনা বেগম (৩৯), ছেলে এনামুল হক দিপু (২১) এবং মেয়ে নাজিয়া সুলতানা জেরিনসহ (১৬) অসংখ্য গুণগ্রাহী রেখে যায়।

১৬ জানুয়ারি ২০২৩

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর