ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মোটরসাইকেলচালক

২০২৩ জানুয়ারি ১৬ ১৩:৫৮:৪৭
কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মোটরসাইকেলচালক

গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে কাকরাইল স্কাউট ভবনসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার সৈয়দ আলীর ছেলে শহিদুল। স্ত্রী নার্গিসকে নিয়ে সবুজবাগ বাসাবো হক আবাসিক সোসাইটিতে থাকতেন।

জানা গেছে, রাতে স্কাউট ভবনের সামনে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

নিহতের শ্যালক জুবায়ের হোসেন জামিল জানান, শহিদুল ইসলাম মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। রাতে বাসায় ফিরছিলেন। পুলিশের মাধ্যমে তারা দুর্ঘটনার খবর জানতে পারেন।

জুবায়ের জানান, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, পাশের গলি থেকে একটি কুকুর হঠাৎ দৌড়ে তার মোটরসাইকেলের সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে ডানদিকে বাঁক নেন তিনি। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়েন।

এ ব্যাপারে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জলিল বলেন, রাতে কাকরাইল থেকে নয়াপল্টনের দিকে যাওয়ার পথে স্কাউট ভবনের সামনে একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর