ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সোমবার নেপালে ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

২০২৩ জানুয়ারি ১৫ ২০:২৩:১৩
সোমবার নেপালে ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বিমান দুর্ঘটনার তদন্তের জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে ওই বিমানে চারজন ক্রু সহ ৬৮ জন যাত্রী ছিলেন। ভেঙে পড়ার পর মূহুর্তেই বিমানটিতে আগুন ধরে যায়। এ পর্যন্ত ৬৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানের ২ আরোহীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর।

আহত অবস্থায় উদ্ধার করা যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা খুবই সংকটজনক বলে জানা গেছে। তারা দুজনই নেপালের নাগরিক।

বিমানটিতে থাকা ভারতীয় পাঁচজন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- অভিষেক কুশওয়াহা, বিশাল শর্মা, অনিলকুমার রাজভর, সোনু জয়সওয়াল এবং সঞ্জয় জয়সওয়াল।

তবে তাদের মধ্যে কেউ জীবিত রয়েছেন কিনা, সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর