ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সাংবাদিক সাইফুল আটক

২০২৩ জুলাই ২৫ ১৭:০৩:১৫
সাংবাদিক সাইফুল আটক

গ্রেপ্তার শাহ মোঃ সাইফুল ইসলাম (২৫) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার দূর্গাপুর গ্রামের মোঃ শাহজাহানের ছেলে। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) , ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) সদস্য এবং কুমিল্লা জেলা সাংবাদিক সমিতি ঢাকার প্রচার সম্পাদক।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, শেয়ারবাজার নিয়ে কিছু সেনসেটিভ সংবাদ প্রকাশ করেছে। এতে করে শেয়ারবাজারের ক্ষতি হতে পারে। যার কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বাদি ডিবি পুলিশের এসআই আরিফুর রহমান জানান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে শাহ মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে উসকানিমূলক সংবাদ প্রকাশসহ বিভিন্ন অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মতিঝিল থানায় মামলা হয়েছে। মামলায় শেয়ারনিউজ২৪.কম এর সিনিয়র রিপোর্টার শাহ মোঃ সাইফুল ইসলামসহ তিনজনকে আসামি করা হয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

১৫ জুলাই ২০২৩

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর