ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

নতুন পণ্য উৎপাদনে যাচ্ছে ফু-ওয়াং ফুডস

২০২৩ জানুয়ারি ১০ ১০:১১:৪৩
নতুন পণ্য উৎপাদনে যাচ্ছে ফু-ওয়াং ফুডস

কোম্পানি সূত্রে জানা গেছে, সোমবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত ফু-ওয়াং ফুডসের বোর্ড সভায় মুড়ি উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে নতুন প্রোডাকশন লাইন স্থাপনের ওই সিদ্ধান্ত হয়েছে। গাজীপুরের বোকরানে অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গনে ওই প্রোডাকশনলাইন স্থাপন করা হবে। এই লাইন স্থাপনে ব্যয় হবে ৩০ লাখ টাকা। তাতে দৈনিক ১০ মেট্রিক টন মুড়ি উৎপাদিত হবে।

এছাড়াও একই সভায় চলতি অর্থবছরের প্রথম ৬ মাসের (জুলাই-ডিসেম্বর’২২) পারফরম্যান্স মূল্যায়ণে নিরীক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুসারে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি প্রতিষ্ঠান সিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানি এই নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর