ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

শেয়ারবাজারে আসছে ব্লু বন্ড: বিএসইসি কমিশনার

২০২৩ জানুয়ারি ০৭ ২১:৪২:১২
শেয়ারবাজারে আসছে ব্লু বন্ড: বিএসইসি কমিশনার

আজ শনিবার (৭ জানুয়ারি) অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো -২০২৩ এর সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শামসুদ্দিন বলেন, অনেক বড় চ্যালেঞ্জের মধ্যেও অনেক সুযোগ রয়েছে। বর্তমানেও বাজার অনেক ভালো আছে। এখন শেয়ার কেনার সময়। মূল বিনিয়োগকারীরা শেয়ার কেনার সময় লাভবান হয়। বিআইসিএম এবং বিএএসএম-সহ আরও অনেক প্রতিষ্ঠান বিনিয়োগ শিক্ষা নিয়ে কাজ করছে।

তিনি জানান, শিক্ষা ছাড়া এই বিশেষায়িত বাজারে বিনিয়োগ করলে ঝুঁকি আরও বেড়ে যায়। বর্তমানে বিও অ্যাকাউন্ট সহ সবকিছু অনলাইনে করা যায়। আমরা প্রতি জেলায় বিনিয়োগকারীদের নিয়ে স্পেশাল সেশন করি। আমরা বর্তমানে ৩৫তম অর্থনীতির দেশ। ২০৩০ সালের মধ্যে এটি ২৫ এর মধ্যে চলে আসবে। মানুষের মধ্যে বিশ্বাস আছে যে, আমরা এগিয়ে যাচ্ছি। তাই ব্যাংকগুলোতে এখনো অনেক প্রজেক্টের অফার আসে। দেশের গার্মেন্টস শিল্পে ৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে।

তিনি আরও বলেন, পুঁজিবাজারে আসতে চাইলে কোম্পানিগুলো কিছু সুবিধা চায়। বিশেষ করে রাজস্ব সুবিধা চায় তারা। আমরা রিয়েল স্টেট ইনভেস্টমেন্ট ফান্ড গঠন করতে যাচ্ছি। এবিষয়ে আইন তৈরির কাজ চলছে। এছাড়া টেকনোলজির উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি। ইতিমধ্যে এসএমই ও এটিবি সহ আরও কিছু বোর্ড চালু করেছি। এছাড়াও আরও অনেকগুলো পরিকল্পনা রয়েছে। আগামীতে নতুন অনেক প্রোডাক্ট আসবে। ভবিষ্যতে যে পরিমাণ বিনিয়োগ লাগবে তা ব্যাংক দিয়ে সামাল দেওয়া সম্ভব না। এক্ষেত্রে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর