ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

৩ হাজার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নে অভিযানে তিতাস

২০২২ নভেম্বর ১৪ ১১:৫৩:৩২
৩ হাজার গ্রাহকের সংযোগ বিচ্ছিন্নে অভিযানে তিতাস

বারবার সতর্ক করা সত্ত্বেও, টাইটাস বকেয়া বিল সাফ করার জন্য এই অভিযান শুরু করে।

সোমবার সকাল ১০টায় ঢাকা উত্তর পৌর কর্পোরেশন এলাকায় অভিযান শুরু হয়। তিতাসের রাজস্ব শাখার জিএম রাশেদুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, ঢাকার রামপুরা ব্রিজ থেকে উত্তরা এবং কারওয়ান বাজার থেকে সাতরাকুল পর্যন্ত এলাকা তিতাস কুড়িল কার্যালয়ের আওতায় আসে।

এসব এলাকার প্রায় তিন হাজার আবাসিক গ্রাহকের বিল বকেয়া রয়েছে, যাদের বিল বিলম্বের পরও পরিশোধ করা হচ্ছে না।

রাশেদুল আলম আরও বলেন, আগের মতো আজও আমরা সারাদিন এসব সংযোগ বিচ্ছিন্ন করব। বকেয়া পরিশোধের পরে পুনরায় সংযোগ প্রদান করা হবে।

আররহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর