ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

রিংসাইন টেক্সটাইলকে অধিগ্রহণ করছে ওয়াইজ স্টার

২০২২ ডিসেম্বর ২৯ ২০:০৮:৫২
রিংসাইন টেক্সটাইলকে অধিগ্রহণ করছে ওয়াইজ স্টার

এর আগে ওয়াইজ স্টার টেক্সটাইল মিলস রিংসাইন টেক্সটাইলকে অধিগ্রহণ করার আগ্রহ প্রকাশ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে চিঠি দিয়েছিল। এর প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা রিংসাইন টেক্সটাইলকে অধিগ্রহণ করার সম্মতি দিয়েছে।

বিএসএসসি সূত্রে জানা গেছে, সম্প্রতি রিং সাইন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক এবং ওয়াইজ স্টারের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে একটি চিঠি দেয়া হয়েছে। বিষয়টি বেপজা কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে।

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, রিং সাইন টেক্সটাইলকে অধিগ্রহণের জন্য ওয়াইজ স্টারকে কমিশন নীতিগত অনুমতি দিয়েছে। তাই রিং সাইনের উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার ওয়াইজ স্টারের কাছে স্থানান্তর করার নির্দেশ দিয়েছে বিএসইসি। সেই সঙ্গে ওয়াইজ স্টার এবং এর মনোনীতদেরকে প্রাসঙ্গিক সিকিউরিটিজ আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, এর আগে রিংসাইন টেক্সটাইলকে ইউনিয়ন গ্রুপ অধিগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু পরবর্তীতে সেই প্রক্রিয়া থেকে সরে যায় ইউনিয়ন গ্রুপ। এরপর ওয়াইজ স্টার টেক্সটাইল মিলস রিংসাইন টেক্সটাইলকে অধিগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করে। প্রতিষ্ঠানটি মনে করে, বিএসইসির অধিগ্রহণের অনুমতি ও সহায়তা পেলে প্রথম ৬ মাসের মধ্যে রিংসাইন টেক্সটাইলের সকল মেশিন রিমডেলিং এবং মেরামত করা হবে। আগামী ২০২৩ সালের মার্চ/এপ্রিলের মধ্যে প্রতি মাসে ৬ থেকে ৮ মিলিয়ন (৬০-৮০ লাখ টাকা) ব্যবসায় থেকে আয় করা সম্ভব হবে। এতে কোম্পানিটির প্রতি হারানো আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর