ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

বিশ্বমানের শেয়ারবাজার গঠন করা আমাদের সকলের উদ্দেশ্য: বিএসইসি চেয়ারম্যান

২০২২ ডিসেম্বর ২৭ ১৩:১৪:১০
বিশ্বমানের শেয়ারবাজার গঠন করা আমাদের সকলের উদ্দেশ্য: বিএসইসি চেয়ারম্যান

আজ সোমবার ডিএসইর নব-নির্বাচিত শেয়ারহোল্ডার পরিচালক মোঃ শাকিল রিজভী এবং মোহাম্মদ শাহজাহান সাক্ষাত করতে গেলে এ কথা বলেন তিনি।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বিভিন্ন সেক্টর থেকে আসা স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে গঠিত হয় ডিএসইর পরিচালনা পর্ষদ৷ তাদের সাথে আছে শেয়ারবাজারের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শেয়ারহোল্ডার পরিচালকবৃন্দ৷ মূলত স্টক এক্সচেঞ্জকে কেন্দ্র করেই শেয়ারবাজারের সমগ্র কর্মকাণ্ড পরিচালিত হয়৷

তিনি বলেন, বিএসইসি বিগত কয়েক বছরে শেয়ারবাজার উন্নয়নে আইনগত ও অবকাঠামোগত নানাবিদ সংস্কার করেছে৷ ফলে শেয়ারবাজারের ভিত অনেক মজবুত হয়েছে, যা ভবিষ্যতে শেয়ারবাজারকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সহায়ক ভূমিকা রাখবে৷

ঢাকা স্টক এক্সেঞ্জ-এর পরিচালকবৃন্দ শেয়ারবাজারে বর্তমান ক্রাইসিস থেকে কিভাবে উওরণ ঘটানো যায় সে বিষয়ে শেয়ারবাজার সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতাশা ব্যক্ত করেন। সকলের সমন্বিত প্রচেষ্টায় দেশের এই সম্ভাবনাময় খাতকে অর্থ উত্তোলনের মূল চালিকা শক্তি হিসেবে পরিগণিত করে প্রধানমন্ত্রীর ভিশন ২০৩০ এবং ২০৪১ কে সামনে রেখে বাংলাদেশে অর্থনীতির অন্যান্য সেক্টরগুলো যে গতিতে এগিয়ে যাচ্ছে, দেশের শেয়ারবাজারকেও একইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।

মোর্শেদ/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর