ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

কেয়া কসমেটিকসের আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষা করবে বিএসইসি

২০২২ নভেম্বর ১৪ ০৬:৫০:১৯
কেয়া কসমেটিকসের আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষা করবে বিএসইসি

বিএসইসি নিজ খরচে বিশেষ নিরীক্ষা করতে নিবন্ধিত ও প্যানেলভুক্ত নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে টেন্ডার আহ্বান করেছে।

এর আগে গত এপ্রিল মাসে কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের কিছু ঘাটতি থাকার উল্লেখ করে তথ্য চেয়ে চিঠি দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা। এতে সন্তুষ্ট না হয়ে বিশেষ নিরীক্ষার উদ্যোগ নিল বিএসইসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ জুন, ২০১৭ হিসাব বছর থেকে ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছর পর্যন্ত মোট পাঁচ বছরের জন্য বিশেষ নিরীক্ষা করতে হবে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, টানা তিন বছর এজিএম না করার পর কোম্পানি আইন অনুযায়ী উচ্চ আদালতের অনুমতি নিয়ে গত বছরের ১৯ জুন এজিএম করে কেয়া কসমেটিকস। কোম্পানির পরিচালনা পর্ষদ ওই তিন বছরের মধ্যে দুই বছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সুপারিশ করে। শুধু ২০২০ সালের জন্য ২ শতাংশ বোনাস ডিভিডেন্ডের সুপারিশ করে।

কিন্তু আইনি জটিলতা এড়াতে শেয়ারহোল্ডারদের অনুমোদনে শেষ পর্যন্ত ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন হয়। এভাবে কোম্পানিটি 'জেড' ক্যাটাগরি থেকে বের হয়ে 'বি' ক্যাটাগরিভুক্ত হয়। এরপর কোম্পানিটি আর কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে এক হাজার ১০২ কোটি টাকা। বিপরীতে পুঞ্জীভূত লোকসান রয়েছে ৮৫ কোটি টাকার বেশি।

২০১৯ সালে ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ১২ টাকা ৯৪ টাকা নিট লোকসানের পর ২০২০ সালে শেয়ারপ্রতি ২১ পয়সা নিট মুনাফা করার তথ্য দেয় কোম্পানিটি।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর