ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই কোম্পানির বিষয়ে ডিএসইর সতর্কবার্তা

২০২২ ডিসেম্বর ২৩ ১৬:৩৯:৪৩
দুই কোম্পানির বিষয়ে ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : গেল সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারদর কিছুটা বাড়ায় সতর্কবার্তা জারি করেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

কোম্পানি দুটি হলো-মুন্নু সিরামিক ও এসএমই মার্কেটে ইউসুফ প্লাওয়ার। শেয়ারদর বাড়ার বিষয়ে কোম্পানি দুটির কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে ডিএসই এমন সতর্কবার্তা জারি করেছে।

মুন্নু সিরামিকস

গত ২৪ নভেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ১০০ টাকা ৮০ পয়সা। যা ২০ ডিসেম্বর বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ টাকা ৪০ পয়সায়। এই সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৩ টাকা ৫০ পয়সা বা ৪৩ শতাংশ বেড়েছে। তবে ডিএসইর সতর্কবার্তা জারির পর কোম্পানিটির শেয়ারদর নেমে গেছে ১৩০ টাকা ৭০ পয়সায়।

ইউসুফ ফ্লাওয়ার

গত ১০ নভেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ২৬ টাকা ১০ পয়সা। তারপর টানা বেড়ে ২২ ডিসেম্বর দাঁড়ায় ২৮৮৪ টাকায়। সর্বশেষ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২৮৫৭ টাকা ৯০ পয়সা বা ১০৯৪৯ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ারের ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ২৮৮৪ টাকা।

আলম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে