ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

গ্রীন জোনের বাইরে শীর্ষ দুই কোম্পানি

২০২২ ডিসেম্বর ২২ ১৭:০৮:৪৮
গ্রীন জোনের বাইরে শীর্ষ দুই কোম্পানি

ডিএসই সূত্রে জানা যায়, লেনদেনের শেষদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স সামান্য উত্থান প্রবণতায় রাখা হয়েছে। আজ ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৩.৩৯ পয়েন্ট। তারপরও সাম্প্রতিক সময়ে তেজিভাবে থাকা দুই কোম্পানি পতনের খাতায় নাম লেখালো। লেনদেনের শীর্ষ তালিকায় থাকার দুই কোম্পানি হলো-মুন্নু সিরামিক ও ওরিয়ন ফার্মা।

মুন্নু সিরামিক

মুন্নু সিরামিকের দীর্ঘদিন ধরে লেনদেনের শীর্ষ তালিকায় শক্তভাব অবস্থান করছে। কোম্পানিটি গত সপ্তাহে এবং এ সপ্তাহে প্রায় প্রতিদিনই বড় লেনদেন নিয়ে শীর্ষ তালিকায় প্রথম বজায় রেখেছে। আজও কোম্পানিটি লেনদেনের শীর্ষস্থান ধরে রেখেছে। তবে কোম্পানিটির শেয়ার দরে পতন হয়েছে। কোম্পানিটির আজ ১২ লাখ ৩০ হাজার ২৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৩২ লাখ ১৫ হাজার টাকা।

আগেরদিন বুধবার কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৩২ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর হয়েছে ১৩০ টাকা ৭০ পয়সায়। এ হিসাবে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২ টাকা ২০ পয়সা বা ১.৬৬ শতাংশ।

ওরিয়ন ফার্মা

এ কোম্পানিও দীর্ঘদিন যাবৎ লেনদেনের শীর্ষ দশে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে। আজ শীর্ষ লেনদেনের অষ্টম স্থানে অবস্থান করছে। তবে কোম্পানিটি আজ দরপতন হয়েছে। কোম্পানিটির আজ ৫ লাখ ৪৭ হাজার ৯৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪২ লাখ ৬৮ হাজার টাকা।

আগেরদিন বুধবার কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৮১ টাকা ২০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ারদর ক্লোজিং হয়েছে দর হয়েছে ৮০ টাকা ৮০ পয়সায়। এ হিসাবে কোম্পানিটির দর কমেছে ৪০ পয়সা বা ০.৪৯ শতাংশ।

হাবিব/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর