ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

আগের রেকর্ড ভাঙ্গলো মুন্নু সিরামিক

২০২২ ডিসেম্বর ২১ ১৪:৫৪:৪১
আগের রেকর্ড ভাঙ্গলো মুন্নু সিরামিক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত সোমবার কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছিল ২৬ লাখ ৯৪ হাজার ৭৩৭টি শেয়ার। ওইদিনের লেনদেন ছিল গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড লেনদেন। যার মাধ্যমে কোম্পানিটি ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠেছিল। একদিন পর আজ বুধবার (২১ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ লাখ ৯১হাজার ৩২০টি শেয়ার। এর মাধ্যমে আজ কোম্পানিটি একদিন আগের রেকর্ড ভেঙ্গে লেনদেনে নতুন রেকর্ড গড়েছে। আজও কোম্পানিটির শেয়ার ডিএসইর শীর্ষ লেনদেন তালিকায় প্রথম স্থান দখল করেছে। গতকাল মঙ্গলবারও কোম্পানিটির শেয়ার শীর্ষ লেনদেন তালিকায় প্রথম স্থানে ছিল।

তবে আজ কোম্পানিটির শেয়ার দরে বড় পতন হয়েছে। আগেরদিন শেয়ারটির দর ছিল ১৪৪ টাকা ৪০ পয়সা। আজ লেনদেনের মধ্যভাগে ১৩০ টাকা ক্রেতশুন্য হয়ে পড়ে। তবে বিকাল দেড়টার পর শেয়ারটির ক্রেতারা ফিরতে শুরু করে। শেষ বেলায় শেয়ারটিতে বিক্রেতাদের চেয়ে ক্রেতাদের উপস্থিতিই বেশি ছিল। দিনশেষে শেয়ারটির দর ক্লোজিং দর হয়েছে ১৩২ টাকা ৯০ পয়সায়। যা আগের দিনের চেয়ে ১১ টাকা ৫০ পয়সা বা ৯.৯৬ শতাংশ কম।

মুন্নু সিরামিকের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৭২ লাখ টাকা। ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছরও কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য হয়েছে ৮৩ টাকা ৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৮৩ টাকা ১ পয়সা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট ৩ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৩১৭টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪৮.৩০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.৪৮ শতাংশ শেয়ার, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.১৭ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৯.৬৯ শতাংশ শেয়ার।

এএসএম/

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর