ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২
সরে গেলেন পররাষ্ট্র সচিব; নতুন দায়িত্বে যিনি

ডুয়া ডেস্ক: পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের স্থলাভিষিক্ত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (২২ মে) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী শুক্রবার থেকে এ আদেশ কার্যকর হবে।
আদেশে বলা হয়, ‘মো. জসীম উদ্দিন, পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন।’
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এক মাসের মধ্যে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পান জসীম উদ্দিন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৩তম ব্যাচের এই কর্মকর্তা ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেন। ২০২৬ সালের ডিসেম্বর মাসে তার অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।
চীন, কাতার ও গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন জসীম উদ্দিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ‘তাকে আবারও রাষ্ট্রদূত হিসেবে বিদেশে নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।’
অন্যদিকে, তার স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্বে আসা রুহুল আলম সিদ্দিকী বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। তিনি পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার এবং পর্তুগালে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিঙ্গাপুর, বার্লিন, নয়াদিল্লি ও করাচিতে বাংলাদেশ মিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্বে ছিলেন তিনি।
পাঠকের মতামত:
পাঠকের পছন্দের শীর্ষ নিউজ
- বিও হিসাবে ৫ লাখ টাকা নগদ জমা ও উত্তোলনের কথা ভাবছে বিএসইসি
- ডিএসইর ব্রোকারেজ হাউজের নিবন্ধন বাতিল করল বিএসইসি
- আমরা ৯০ হাজার জীবন হারিয়েছি, ক্ষতি ১৫০ বিলিয়ন ডলার : পাক প্রধানমন্ত্রী
- বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে মুখ খুললেন অর্থ উপদেষ্টা
- ‘এলাম পরামর্শ নিতে, পেলাম পদত্যাগের বার্তা’- বিএসইসি চেয়ারম্যানের ক্ষোভ
- মিউচ্যুয়াল ফান্ড ও পাবলিক রুলস ইস্যুতে টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ
- দুর্বল ৬ শেয়ারে বিনিয়োগকারীদের হতাশা আরও বেড়েছে
- ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রস্তাব প্রত্যাখ্যান
- ঢাকা অচলের ঘোষণা
- শেয়ারবাজারে নতুন বার্তা: ভরসা খুঁজছেন বিনিয়োগকারীরা
- উপদেষ্টা আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা
- তিন কোম্পানির বোনাস ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
- বিনিয়োগবান্ধব শেয়ারবাজার গঠনে অংশীজনদের সঙ্গে বিএসইসি'র বৈঠক
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের চার কোম্পানি
- শেয়ারবাজারে ৬১৭টি বিও হিসাব স্থগিত