ঢাকা, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২
ফের স্বর্ণের নতুন দাম নির্ধারণ

ডুয়া ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভরিপ্রতি ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা।
বুধবার (২১ মে) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। নতুন দাম বৃহস্পতিবার (২২ মে) থেকে কার্যকর হবে।
বজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, 'স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।'
নতুন মূল্যহার অনুযায়ী, এখন দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াবে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, 'সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।'
গত ১৭ মে সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়।
সে সময় মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণ ছিল প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হতো ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকায়।এই দাম কার্যকর হয়েছিল ১৮ মে থেকে।
চলতি বছরে এটি ছিল ৩৬তম মূল্য সমন্বয়। এর মধ্যে ২৪ বার স্বর্ণের দাম বেড়েছে, আর কমেছে ১২ বার। তুলনামূলকভাবে, ২০২৪ সালে মোট ৬২ বার দাম পরিবর্তন করা হয়েছিল, যেখানে ৩৫ বার বাড়ানো ও ২৭ বার কমানো হয়।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।
বর্তমানে, ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ভরিপ্রতি ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।
পাঠকের মতামত:
পাঠকের পছন্দের শীর্ষ নিউজ
- বিও হিসাবে ৫ লাখ টাকা নগদ জমা ও উত্তোলনের কথা ভাবছে বিএসইসি
- ডিএসইর ব্রোকারেজ হাউজের নিবন্ধন বাতিল করল বিএসইসি
- আমরা ৯০ হাজার জীবন হারিয়েছি, ক্ষতি ১৫০ বিলিয়ন ডলার : পাক প্রধানমন্ত্রী
- বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে মুখ খুললেন অর্থ উপদেষ্টা
- ‘এলাম পরামর্শ নিতে, পেলাম পদত্যাগের বার্তা’- বিএসইসি চেয়ারম্যানের ক্ষোভ
- মিউচ্যুয়াল ফান্ড ও পাবলিক রুলস ইস্যুতে টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ
- দুর্বল ৬ শেয়ারে বিনিয়োগকারীদের হতাশা আরও বেড়েছে
- ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রস্তাব প্রত্যাখ্যান
- ঢাকা অচলের ঘোষণা
- শেয়ারবাজারে নতুন বার্তা: ভরসা খুঁজছেন বিনিয়োগকারীরা
- উপদেষ্টা আসিফ মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা
- তিন কোম্পানির বোনাস ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
- বিনিয়োগবান্ধব শেয়ারবাজার গঠনে অংশীজনদের সঙ্গে বিএসইসি'র বৈঠক
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের চার কোম্পানি
- শেয়ারবাজারে ৬১৭টি বিও হিসাব স্থগিত