ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফের আন্তর্জাতিক মুদ্রাবাজারে বাড়ল ডলারের দাম

২০২২ ডিসেম্বর ১৬ ২০:৫৩:৪৮
ফের আন্তর্জাতিক মুদ্রাবাজারে বাড়ল ডলারের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রাবাজারে যুক্তরাষ্ট্রের ডলারের দাম বেড়েছে। আবারও কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে যাচ্ছে বিশ্বের বৃহৎ কেন্দ্রীয় ব্যাংকগুলো।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, যার ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা শঙ্কা থেকেই যাচ্ছে।

ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাগার্দে বলেন, নীতি-নির্ধারণী বৈঠকের পর রাতারাতি সুদের হার বাড়ানো হয়েছিল। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তা যথেষ্ট নয়। পরিস্থিতি সামাল দিতে আবার সুদহার বাড়ানো হবে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, ফের সুদহার বাড়ানোর চিন্তাভাবনা করছেন নীতি-নির্ধারকরা। সেটা দীর্ঘমেয়াদে বাড়তে পারে।

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) ডলার সূচক শূন্য দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। দৈনিক ভিত্তিকে গত সেপ্টেম্বরের শেষদিকের চেয়ে যা সর্বোচ্চ।

জাপানি মুদ্রার বিপরীতে ডলারের দর বেড়েছে ১.৬৮ শতাংশ। প্রতি ডলার বিক্রি হয়েছে ১৩৭.৫১ ইয়েনে।

প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে ইউরোর মান বেড়েছে ০.০৮ শতাংশ। এক ইউরো বিক্রি হয়েছে ১.৬৩৭ ডলারে।

ব্রিটিশ মুদ্রার মূল্যমান বৃদ্ধি পেয়েছে ০.১১ শতাংশ। প্রতি পাউন্ড স্টার্লিং বিকিয়েছে ১.২১৯৪৫ ডলারে। তবে অন্যান্য মুদ্রার বিরুদ্ধে শক্তি সঞ্চয় করেছে ডলার।

ইসলাম/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে