ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

যে কারণে কলকাতা চলচ্চিত্র উৎসবে যাননি নুসরাত

২০২২ ডিসেম্বর ১৬ ১১:২৯:১১
যে কারণে কলকাতা চলচ্চিত্র উৎসবে যাননি নুসরাত

নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি। জমজমাট এ তারার মেলার প্রথম সারিতে বিশেষ অতিথিরা। সঙ্গে কলকাতার সকল প্রথম সারির অভিনেতা, অভিনেত্রী এবং পরিচালকেরা।

বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম চর্চিত নায়িকা নুসরাত জাহান ও তার স্বামী যশকে দেখা গেল না অনুষ্ঠানে। নুসরাত কেবল অভিনেত্রী নন, তিনি সাংসদও। অথচ অনুষ্ঠানে নেই এমন গুরুত্বপূর্ণ সদস্য। তাহলে স্বামী-স্ত্রী মিলে গেলেন কোথায়?

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তারা দুজনেই শহরের বাইরে। কিছু দিন আগেই দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশনে গিয়েছেন নুসরাত। সম্ভবত এখনও তিনি দিল্লিতেই রয়েছেন। তাই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি অভিনেত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি অভিনেত্রীর আগেই এই বিষয়ে আগেই কথা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন বলে কথা দিয়েছেন তিনি।

রহমান/

ট্যাগ:

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর