ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

লাভেলো আইসক্রিমের সঙ্গে নিপ্পন এক্সপ্রেসের বাণিজ্যিক চুক্তি

২০২৪ মে ২০ ১৬:৩৩:২৩
লাভেলো আইসক্রিমের সঙ্গে নিপ্পন এক্সপ্রেসের বাণিজ্যিক চুক্তি

গতকাল রোববার (১৯ মে) লাভেলো আইসক্রিমের কর্পোরেট হেড অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাাক্ষরিত হয়। বাজারে লাভেলো আইসক্রিমের চাহিদা বেড়ে যাওয়ায় তাওফিকা ফুড্স অ্যান্ড লাভেলো আইসক্রিম তাদের নিজস্ব কোল্ডরুম এবং ডেলিভারী ভ্যান এর পাশাপাশি নিপ্পন এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের কাছে থেকে কোল্ডরুম এবং ফ্রিজার ডেলিভারী ভ্যান ভাড়া নেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়, যা দেশব্যাপী লাভেলো আইসক্রিমের পণ্য সেবাকে আরও বৃদ্ধি করবে।

লাভেলো আইসক্রিমের চাহিদা বেড়ে যাওয়ায় নিরবিচ্ছন্ন উৎপাদনের লক্ষ্যে লাভোলো তাদের নিজস্বআমদানির পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত মিল্ক পাউডার ড্যানিশ মিল্ক বাংলাদেশলিঃ থেকে ক্রয় করবে।

লাভেলো আইসক্রিম পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) কাউছার আহমেদ। এই সময় উপস্থিত ছিলেন কোম্পানির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ সাজ্জাদ হুসাইন, সিএসও মুহাম্মাদ রাজীব হাসান, হেড অব এইচআর বি এম রাব্বানী এবং হেড অব ডিস্ট্রিবিউশন মোহাম্মদ মুনিরুজ্জামান।

নিপ্পন এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কাজুহিরু কোবায়াকাওয়া (এম ডি)। এ সময় উপস্থিত ছিলেন নিপ্পন এক্সপ্রেস বাংলাদেশ লিঃ এর কসুকি ইউসিডা (সুপারভাইজার), আবু রায়হান (ডেপুটি ম্যানেজার, লজিষ্টিক), এবং মুনির হোসাইন (লজিষ্টিক ডিপার্টমেন্ট)।

ট্যাগ:

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর