ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

চুরির অভিযোগে গ্রেফতার মার্কিন সেনা সার্জেন্ট

২০২৪ মে ০৮ ০৬:৩৩:০৯
চুরির অভিযোগে গ্রেফতার মার্কিন সেনা সার্জেন্ট

চুরির অভিযোগে মার্কিন সেনার এক সার্জেন্টকে গ্রেফতার করেছে রাশিয়া। গ্রেফতারকৃত মার্কিন সেনা সার্জেন্ট দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (০৭ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত এক মার্কিন সেনাকে রাশিয়ায় গ্রেপ্তার করেছে মার্কিন সেনাবাহিনী। গ্রেফতারকৃত মার্কিন সেনার নাম স্টাফ সার্জেন্ট গর্ডন ব্ল্যাক।

সার্জেন্ট গর্ডন ব্ল্যাকের বিরুদ্ধে একজন মহিলার কাছ থেকে চুরির অভিযোগ রয়েছে। রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টক থেকে ২ মে তাকে গ্রেফতার করা হয়। তবে সে সময় তিনি সরকারি সফরে ছিলেন না।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র "এই ঘটনার পাশাপাশি রাশিয়ার সাথে সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কে সচেতন।"

স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে কিরবি বলেন, তিনি এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন না।

মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ায় গ্রেপ্তার হওয়া সৈন্যের বিরুদ্ধে অপরাধমূলক অসদাচরণের অভিযোগ রয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে